
দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে মোজামনগর এলাকায় ইট সোলিং রাস্তা নির্মান কাজে ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। নিন্মমানের সামগ্রী দিয়ে এ নির্মান কাজে এলাকাবাসি বাঁধা দিলেও প্রকল্প সভাপতি নানা তাল বাহানায় কাজ শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সরেজমিনে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে তিলডাঙ্গা ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের ৩ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দে উত্তর কামিনীবাসিয়া কেয়ারের রাস্তার মাথা হতে শ্মশানঘাট লাইট পোষ্ট অভিমুখে ২০০ মিটার দৈর্ঘ্যের ইট সোলিং রাস্তা নির্মানে প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু প্রকল্প সভাপতি অতি নিন্মমানের সামগ্রী (ইট) দিয়ে রাস্তা নির্মান করতে থাকে। এমতাবস্থায় স্থানীয় লোকজন নিন্মমানের ইট ব্যবহার করায় রাস্তার কাজ বন্ধ করে দেয়।
স্থানীয় নাজমুল গাজী, আমিরুল গাজী, নূর ইসলাম ফকির, রমজান গাজীসহ আরো অনেকে এ প্রতিবেককে জানান, নাম মাত্র বালু দিয়ে এবং তাতে পানি না দিয়ে নিন্মমানের ইট ব্যবহার করে রাস্তা নির্মান করায় আমরা বাধা দিয়েছি। সেখানে আমরা বলেছি ভালো ইট দিয়ে কাজ করার কথা। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানানো হয়েছে।
এবিষয়ে তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান গাজী জালাল উদ্দিন বলেন, প্রথমে ভালো ইট দিয়ে কাজ করা হয়েছে। পরে ইটটা একটু খারাপ হয়েছে। তাই এলাকার লোকজন কাজ বন্ধ করে দিয়েছে। পরে আবার ভালো ইট এনে কাজ করা হবে।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমত হোসেন জানান, অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নিয়েছি। পুরাতন ইট ফেরত দিয়ে ভালো ইট এনে রাস্তার কাজ করার কথা বলা হয়েছে।

