দাকোপ প্রতিনিধি : দাকোপ উপজেলার দক্ষিণ গুনারী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই শিক্ষার্থী দাকোপ উপজেলার দক্ষিণ গুনারী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। একই এলাকার জনৈক আজিজুল সরদারের ছেলে মোফাজ্জেল সরদার ওই শিক্ষার্থী বিদ্যালয়ে আসা যাওয়ার পথে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিতে থাকে।
২০ এপ্রিল সকাল সাড়ে ৭টায় স্কুলে বিশেষ কোচিং করার সময় মোফাজ্জেল তার চাচা নজরুল সরদারকে সাথে নিয়ে ওই শিক্ষার্থীকে ক্লাস রুমের বাইরে ডেকে নিয়ে কু-প্রস্তাব দেয়। এ সময়ে তাকে যৌন হয়রানিও করা হয়। শিক্ষার্থীর চিৎকারে সহপাটিরা এগিয়ে আসলে আসামিরা ঘটনস্থল ত্যাগ করে। বিষয়টি নিয়ে গত শনিবার স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের নিয়ে সভা করে। ওই সভায় আসামি পক্ষের সাড়া না পাওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। ন্যায় বিচারের জন্য শিক্ষার্থীর বাবা বাদী হয়ে দাকোপ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
দাকোপ থানার অফিসার ইনচার্জ সেকেন্দার আলী বলেন, শিক্ষার্থীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় ২ জনকে আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।