দাকোপ প্রতিনিধি : দাকোপে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রীমান্ত অধিকারী রাহুল ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদার ব্যাক্তিদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেলের সভাপতিত্বে ও রতন মন্ডলের পরিচালনায় বিতরণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন। প্রধান বক্তার বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রীমান্ত অধিকারী রাহুল। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক মানিকুজ্জামান অশোক, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ^াস। অন্যানের মধ্যে বক্তৃতা করেন গোলাম হোসেন শেখ, গোবিন্দ বিশ^াস, আজগর হোসেন ছাব্বির, মোঃ শিপন ভূঁইয়া, জি এম রেজা, চালনা পৌরসভার প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, কাউন্সিলর আঃ গফুর সানা, নাছিমা বেগম, উত্তম রায়সহ জেলা ও দাকোপ উপজেলা আওয়মী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।