দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পানখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল কাদের গ্রেফাতার হয়েছে। রবিবার বিকাল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে চালনা পৌরসভার বৌমার গাছতলা নামক স্থান থেকে আটক করেন। তিনি উপজেলার লক্ষীখোলা এলাকার মৃত পির আলী শেখের ছেলে। এবিষয়ে থানা পুলিশ পরিদর্শক (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল কাদের দাকোপ থানার ২৬/১১/২৪ তারিখের ০৫/২৪ নম্বর নাশকতা মামলার আসামী। তিনি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। আটকের পর তাকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।