দাকোপ প্রতিনিধি : দাকোপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গরীব অসহায়দের মাঝে খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের পক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে দাকোপ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন। উপজেলা স্বেচ্ছাসেবলীগের সভাপতি জি এম রেজার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, খুলনা জেলা পরিষদের সাবেক সদস্য জয়ন্তী রানী সরদার, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম রুহল আমিন, চালনা পৌর আ’লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, উপজেলা কৃষকলীগের সভাপতি গোলাম হোসেন শেখ। বক্তৃতা করেন জেলা স্বেচ্ছাসেবকলীগনেতা মাহামুদুন্নবী মিল্টন, শেখ যুবরাজ, যুবনেতা তরন মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগনেতা কুমারেশ বিশ^াস, উত্তম রায়, অনিমেষ বিশ^াস, কামরুল ইসলাম, সৌম্য বিশ^াস, সংগ্রাম সেন, ইদ্রিস গাজী, চন্দ্রকান্ত চন্দ্র, আমানইল্লাহ গাজী প্রমুখ।