দাকোপ (খুলনা) প্রতিনিধি : খুলনার দাকোপে মাঠের ঘাস জল খেয়ে ১১টি গরুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দুপুরে উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ধোপাদী মাঝবিল নামক এলাকায়। এঘটনায় গরুর মালিকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় মাঠে চরানোর জন্য গরু ছেড়ে দেওয়া হয়। ঘাস জল খেয়ে দুপুরে গরুগুলো গোয়ালে ফিরে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে চিকিৎসা দেওয়ার আগেই গরুগুলো মারা যায়।
ধোপাদী এলাকার সুনীল মৃধা জানান, তার ৫টিসহ আশে পাশের মোট ১১টি গরু এদুর্ঘটনায় মারা যায়। তার ধারণা তরমুজ চাষে ব্যবহৃত দানাদার বিষ গলে বিষাক্ত হওয়া জল খেয়ে অথবা বিষের অব্যবহারিত প্লাস্টিক বোতল খেয়ে এই মৃত্যু হতে পারে।
এব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার বলেন, এঘটনার পর আমি ওই এলাকায় লোক পাঠিয়ে ছিলাম। সাধারণত অনেকদিন রৌদ্র হওয়ার পর হঠাৎ বৃষ্টি হলে ঘাসে এক ধরণের নাইটেড পয়েজানিং‘র সৃষ্টি হয়। এসময়ে ওই ঘাস খেলে গরু সাথে সাথে মারা যায় এবং চিকিৎসার সময় দেয় না। এছাড়া লবণ পানি ও তরমুজের বিষক্রিয়ায় এ ঘটনা ঘটতে পারে। তবে এঘটনার পর থেকে সব এলাকায় ফ্রি ঔষুধ ও চিকিৎসা দেওয়া হচ্ছে। গরু, ছাগলের মালিকদের সচেতনতা বৃদ্ধিতে অতি দ্রুত এলাকায় উঠান বৈঠকসহ মাইকিং করা হবে।
দাকোপে ১১টি গরুর মৃত্যুতে মালিকরা উদ্বিগ্ন
Leave a comment