
দাকোপ প্রতিনিধি : দাকোপের কামারখোলায় ইউনিয়নবাসীর আয়োজনে ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে। রোববার বিকাল ৪টায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন প্রধান অতিথি হিসাবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
স্থানীয় কামারখোলা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে কামারখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত গোলদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান দীপংকর রায়, কামারখোলা ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, আজগর হোসেন ছাব্বির, অরবিন্দু সরদার, নিত্যুরঞ্জন কবিরাজ। বক্তৃতা করেন সুরেশ চন্দ্র সরকার, সুশংকর বাছাড়, সরদার হারুনুর রশিদ, হাবিবুর রহমান শিকদার, সুধারানী হালদার, প্রতিমা ঢালী বন্ধনা, লুৎফর রহমান, ফাতেমা বেগম, নিহার সরকার, উৎপল মন্ডল, সুুুরঞ্জন মন্ডল, দীনবন্ধু মন্ডল, কামাল শিকদার, শ্যামল রায়, হিমাংশু রায়, তাপস রায়, প্রশান্ত মন্ডল, তপন মন্ডল, আলমগীর হোসেন, নিতাই রায়, অনুরুদ্ধ হালদার, অন্তর রায়, অসীম ঘরামী প্রমুখ। উদ্বোধনী খেলায় জালিয়াখালী ফুটবল একাদশ ২-০ গোলের ব্যবধানে বটবুনিয়া ফুটবল একাদশকে পরাজিত করে।