ক্রীড়া প্রতিবেদক : ওয়ানডে বিশ্বকাপে এবার সব থেকে ধারাবাহিক দুই দল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। প্রথম পর্বে নিজেদের সব ম্যাচ জিতে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিকরা। অন্যদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে হারলেও দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে বাকি সব ম্যাচেই। ভারতের পর দ্বিতীয় দল হিসেবে শীর্ষ চার নিশ্চিত করেছে প্রোটিয়ারা।
শীর্ষ স্থান দখলে আগে ব্যাট করতে নেমে বিরাট কোহলির রেকর্ডগড়া শতকে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রানের সংগ্রহ পায় ভারত। সেই লক্ষ্য তাড়া করতে নেমে রবীন্দ্র জাদেজার ঘূর্নিতে ৮৩ রানে অলআউট হয় বাভুমারা। ফলে ২৪৩ রানে বিশাল ব্যবধানে হেরে লজ্জার রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা।
ভারতের দেওয়া ৩২৭ রানে লক্ষ্যে প্রোটিয়াদের হয়ে ব্যাটে আসে কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা। বড় রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেননি দক্ষিণ আফ্রিকা। দলীয় ৬ রানে ৫ করে সাজঘরে ফেরেন ডি কক। এরপর দ্রুত সাজঘরে ফেরেন অধিনায়ক টেম্বাও। আউট হবার আগে ১১ রান করেন তিনি।
দ্রুত দুই উইকেট হারিয়ে বিপাকে পরা প্রোটিয়াদের তৃতীয় উইকেটে ধাক্কা সামাল দেবার চেষ্টা করেন এইডেন মার্করাম ও রাসি ফন ডার ডুসেন। তবে বেশিক্ষণ উইকেটে টিকতে পারেনি এই জুটি। ১৩ রানের জুটি গড়ে দলীয় ৩৫ রানে প্যাভিলিয়নের পথ ধরেণ মার্করাম। এরপর ৫ রানের ব্যবধানে আরও দুই উইকেট হারিয়ে ম্যাচ থেকে একপ্রকার ছিটকে যায় বাভুমার দল।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত