ক্রীড়া প্রতিবেদক : আগের ম্যাচেই দারুণ এক জয়ে ইতিহাস গড়েছে ইন্টার মিয়ামি। লিওনেল মেসির জোড়া গোলের সুবাদে কলম্বাস ক্রুকে হারিয়ে প্রথমবারের মত জিতে নেয় সাপোর্টার্স শিল্ডের শিরোপা। এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পর আজ মেজর লিগ সকারের ম্যাচে টরেন্টো এফসির বিপক্ষে ১-০ গোলের দুর্দান্ত এক জয় পেয়েছে মিয়ামি। এই জয়ের পর লিগ ইতিহাসের রেকর্ড গড়া থেকে কেবল ২ পয়েন্ট দূরত্বে মেসিরা।
টরন্টো এফসির বিপক্ষে তাদেরই মাঠে খেলতে নেমে আজ প্রথমার্ধে গোলের দেখা পায়নি মিয়ামি। ম্যাচে শুরুর একাদশে ছিলেন না মেসি। মিয়ামিও আক্রমণে খুব একটা সুবিধা করে ওঠতে পারেনি। পুরো ম্যাচে ৫৭ শতাংশ সময় বল দখলে রাখলেও শট নিতে পারে কেবল ৪টি যার ২ টি ছিল লক্ষ্যে।
অন্যদিকে বল দখলে পিছিয়ে থাকলেও ১৫টি শট নেয় টরন্টো যার ৬টিই ছিল লক্ষ্যে। এদিকে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পায়নি কোনো দলই। ম্যাচের ৬১ মিনিটে মাঠে নামেন মেসি। আর নির্ধারিত নব্বই মিনিটের পর যোগ করা সময়ে এসে গোলের দেখা পায় মিয়ামি। বদলি নামা লুইস সুয়ারেজের পাস থেকে গোলটি করেন লিওনার্দো কম্পানা।
কম্পানার করা গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে মিয়ামি। এদিকে দারুণ জয়ে মেসিদের সামনে এখন ইতহাস গড়ার হাতছানি। এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার রেকর্ডটি নিউ ইংল্যান্ডের দখলে, ২০২১ সালে সর্বোচ্চ ৭৩ পয়েন্ট পেয়েছিল দলটি। আজ টরন্টোর বিপক্ষে জেতায় এখন ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট মিয়ামির। তাই নিউ ইংল্যান্ডের রেকর্ড ছুঁতে মেসিদের প্রয়োজন আর ২ পয়েন্ট।
এদিকে লিগে নিয়মিত মৌসুম শেষ হতে মিয়ামির বাকি আছে আর এক ম্যাচ। এই ম্যাচ থেকে ২ পয়েন্ট নিশ্চিত করতে পারলেই রেকর্ড গড়বে দলটি। আগামী ১৯ অক্টোবর নিজেদের মাঠে নিউ ইংল্যান্ডের বিপক্ষেই শেষ ম্যাচটি খেলবেন মেসিরা। এই ম্যাচটি জিততে পারলে অর্থাৎ ৩ পয়েন্ট পেলে ৭৪ পয়েন্ট নিয়ে সর্বোচ্চ পয়েন্ট পাওয়ার নতুন রেকর্ড গড়বে মিয়ামি।