দিঘলিয়া প্রতিনিধি : বুধবার বেলা ১১টায় দিঘলিয়া উপজেলার পথের বাজার অস্থায়ী কার্যালয়ে দিঘলিয়া থানা অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়ে গঠিত কল্যাণ সংস্থার এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এস এম জহুর”ল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরদার মোঃ শহিদুল্লাহ বীর মুক্তিযোদ্ধা। প্রধান বক্তার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আলী শেখ। মোঃ বাবার আলী, মোঃ নাজমুল হক, মোঃ মনির হোসেন, শেখ সেলিম হোসেন, মোঃ সোহেল পারভেজ, মোঃ শাহ্ জামাল, মোঃ বেলাল হোসেন প্রমুখ বক্তারা তাদের বক্তব্যে বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্য ভাইদের পেনশন পরবর্তী সময়ে বেসামরিক জীবন-যাপন সুষ্ঠ ও সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারে। সেই লক্ষ্যে দিঘলিয়া থানায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা গঠন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ জুলফিকার আলী।