দিঘলিয়া প্রতিনিধিঃ“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গত ১২ই সেপ্টেম্বর দিঘলিয়া থানাধীন ০২নং বিট( বারাকপুর ইউনিয়ন) এর আয়োজনে মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার(উত্তর) অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত কুমার পিপিএম। এ সময় প্রধান অতিথি মানুষের সেবা ও কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বতোভাবে জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।