এস এম মেহেদী হাসান, দিঘলিয়া : দিঘলিয়া উপজেলার সেনহাটি লিচুতলায় সাবেক জামাই ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে সাবেক শশুর ওবায়দুল শেখকে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ৫/৬ বছর আগে ফরমাইশখানা পূর্বপাড়া নিবাসী লতিফুর রহমান ওরফে লতুর পুত্র রাকিব (২৫) এর সাথে সেনহাটি পশ্চিমপাড়া লিচুতলা নিবাসী ওবায়দুল শেখের কন্যা চাঁদনী (১৮) এর পারিবারিকভাবে বিবাহ হয়। চাঁদনী বর্তমানে ৫ বছরের এক পুত্র সন্তানের জননী। বিভিন্ন সময় রাকিব তার স্ত্রীকে শারীরিকভাবে অত্যাচার নির্যাতন করত। বিভিন্ন সময় স্বামী তার স্ত্রী চাঁদনীকে তালাক দিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে বলত। স্ত্রী স্বামীর নানা অত্যাচার ও শারীরিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে মাস তিনেক আগে স্বামী রাকিবকে তালাক দেয়। গতকাল সন্ধ্যা ৬.২০মিঃ সময় তালাকপ্রাপ্ত স্ত্রীর সাথে দেখা করতে যায়। সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে রাকিব ধারালো দা বের করে স্ত্রীকে কোপ দিতে গেলে চাঁদনী সরে গিয়ে বসে পড়লে ওবায়দুল শেখের গায়ে মাথায় কোপ লেগে গুরুতর রক্তাক্ত জখম হয়। এ সময় লোকজন রাকিবকে ঘরে আটকিয়ে রেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে রাকিবকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এদিকে লোকজন ওবায়দুলকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে দিঘলিয়ায় মামলা দায়ের হয়েছে। মামলা নং ১ তারিখ ০২/০১/২০২৫ ইং ধারা ৪৪৮/৩২৩/৩২৬/৩০৭/৫০৬ পেনাল কোড
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত