প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৫, ২০২৫, ১০:১৩ পি.এম
দিঘলিয়ায় দুইজনকে কুপিয়ে জখম: গ্রেফতার ১

দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দেয়াড়া কলোনী এলাকায় ইভটিজিং প্রতিবাদ করায় দুইজনকে কুপিয়ে মারাত্নক রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে দিঘলিয়া থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনার সাথে জড়িত এফআইআরভুক্ত এক আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিঘলিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দেয়াড়া কলোনী এলাকায় জয়নাল খালাশীর পুত্র মিরাজ ও হৃদয় খালাশীর উপর শামীমের পুত্র আক্তার (২৭) ও শহীদের পুত্র সোহেল (২৪) ধারালো দেশীয় অস্ত্র নিয়ে চড়াও হয়। তাদের এলোপাথাড়িভাবে কুপিয়ে মারাত্নক রক্তাক্ত জখম করে। ইভটিজিং এর প্রতিবাদ করায় উক্ত চিহ্নিত দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়।আহত দুজন খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধনে আছেন। এ ব্যাপারে দিঘলিয়া থানায় দুইজনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে। মামলা নং ৩, তারিখ ৪/০১/২০২৫। ধারা ৩৪১/৪৪৭/৩০৭/৩২৩/৩২৪/৩২৫/৫০৬। দিঘলিয়া থানা পুলিশ আক্তার নামক এক আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।
দিঘলিয়া থানা পুলিশ এএসআই তারেক দৈনিক জনবহুল প্রতিনিধিকে জানান, অপরাধীদের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা দায়ের হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া