জন্মভূমি ডেস্ক : দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের প্রতিটি পরিবার থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নিজ নিজ অবস্থান থেকে লোভ লালসার ঊর্ধ্বে উঠে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। শিক্ষার্থীরা যে ভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাতে বাংলাদেশকে খুব দ্রুত বিশ্বদরবারে দুর্নীতি মুক্ত দেশ হিসাবে পরিচয় করিয়ে দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি দুর্নীতি দমনের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহামুদুল হাসান শুভ্র বলেন, কোমলমতি শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী সচেতনতা গড়ে তোলার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে সততা ষ্টোর ও সততা সংঘের কার্যক্রম জোরদার ভাবে পরিচালনা করতে হবে। এর ফলে শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে উদ্বুদ্ধ হবে বলে তিনি মনে করেন।
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এ পতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিঘলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্দোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের মতবিনিময় সভা আজ সোমবার (০৯ ডিসেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি দিঘলিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমনের সহকারী পরিচালক সমন্বিত জেলা কার্যালয়ে খুলনার মাহামুদুল হাসান শুভ্র, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম, ওসি তদন্ত টোকন, সিদ্দিউজ জ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সেনহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আমিরুল ইসলাম। উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি এম মোসারফ হোসেন, মৎস্য কর্মকর্তা মনজুরুল ইসলাম, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা শাহনাজ পারভীন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিঃ অহিদ মুরাদ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত