জন্মভূমি রিপোর্ট : দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে যোগদান করেছেন আরিফ ইসলাম। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সদ্য বদলী হওয়া ইউএনও খাঁন মাসুম বিল্লাহর স্থলাভিষিক্ত হয়েছেন। দিঘলিয়ায় যোগদানের আগে নবাগত ইউএনও বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসাবে কর্মরত ছিলেন।
নবাগত ইউএনও আরিফুল ইসলাম বলেন, সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে আমি বদ্ধ পরিকর। দিঘলিয়া উপজেলা প্রশাসনকে জনবান্ধব হিসেবে গড়ে তুলতে চাই। সেক্ষেত্রে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় দিঘলিয়া উপজেলার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যম কর্মীসহ সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করছি।
উলেখ্য, ইউএনও আরিফুল ইসলাম ৩৬ তম বিসিএস (প্রশাসনিক) ক্যাডার হিসেবে সরকারি চাকুরিতে যোগদান করেন।
সদ্য যোগদানকারী ইউএনওর কাছে দায়িত্বভার হস্তান্তর কালে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ এইচ এম শাহীন, ওসি তদন্ত টোকন, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিএম শাহ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, তথ্য কর্মকর্তা সাইদা খাতুন, মৎস্য কর্মকর্তা স্নিগ্ধ খাঁ বাবলী, মাধ্যমিকের একাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম, উপজেলা সাব-রেজিস্টার শুভ্রা বারুই, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, সাংবাদিক জাহিদুজ্জামান।