
জন্মভূমি রিপোর্ট : দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্থান হতে চুরি মামলায় ও মারামারি মামলায় দুই জন এবং বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া মামলায় সাত জন গ্রেফতার হয়েছে। গত মঙ্গলবার গভীর রাত হতে বুধবার ভোর রাত পর্যন্ত সময়ের মধ্যে থানা পুলিশের অভিযানে তারা পাকড়াও হয়েছে।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিপন কমার সরকার বলেন, চুরি মামলায় ঘোষগাতি গ্রাম থেকে মোঃ এনামুল ইসলাম (২৮), মারামারি মামলায় ব্রহ্মগামী গ্রাম হতে নাসির উদ্দীন (৪২) এবং বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল আজিজকে হাজিগ্রাম থেকে, একই গ্রাম হতে রুপা বেগম (৩৫), সাইফুল ইসলাম (৩৩) ও এনামুল ফকির (৪০), নন্দনপ্রতাপ গ্রাম থেকে আজিজুল চৌধুরী (২৩), দেয়াড়া গ্রাম হতে আজিজ (৫০) এবং চন্দনীমহল গ্রাম হতে মোঃ আসাদ (২৬) গ্রেফতার হয়েছে।
আদালতের এক কর্মকর্তা বলেন, আসামিদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। এদের মধ্যে অতিঃ চীফ জুশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত দুই জনকে করাগারে পাঠান। তিন জনকে এডিএম কোর্টে সোপর্দ করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া মামলার আসামিকে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত কারাগারে পাঠিয়েছেন। আরেকজন আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোট-২ কারাগারে পাঠিয়েছেন। জামিনে থাকা এক আসামি রিকল সংক্রান্ত জটিলতায় গ্রেফতার হলে আদালত তাকে মুক্তি দেন এবং মারামারি মামলার আসামি সংশ্লিষ্ট আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন।