জন্মভূমি রিপোর্ট : তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যথাযথ গুরুত্বের সাথে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন উপলক্ষে দিঘলিয়া উপজেলা প্রশাসন উপজেলা চত্বরে আজ শুক্রবার (৩১ মে) সকাল ১১ টায় র্যালি ও র্যালি শেষে আলোচনা সভা উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন মাস্টার কামরুল ইসলাম।
তামাক মুক্ত দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাংশু বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মোঃ মাহাবুব আলম, ওসি তদন্ত তাফসীর, দিঘলিয়া এম এ মজিদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলিয়া রওশন, আলহাজ্ব সরোয়ার খান ডিগ্রি কলেজের অধ্যক্ষ শেখ আলতাফ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মঞ্জুরুল ইসলাম, সেনাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা জাহিদ হোসেন, প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মেহেদী হাসান, ফরিদ হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, হাসপাতালে সিস্টার সহ সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ বলেন, ১৯৮৭ সাল থেকে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়ে আসছে। বর্তমান সরকার তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে জরিমানা সহ বিভিন্ন আইন পাস করেছে। তামাকের ভয়াবহতা থেকে রক্ষার জন্য
স্কুল ও কলেজ পড়–য়া শিক্ষার্থীদের ধূমপান থেকে বিরত থাকতে আহ্বান জানান এবং তোমাদের ধূমপাই বন্ধুদের বয়কটের মাধ্যমে প্রতিবাদ জানাবে। সুস্থ স্বাভাবিক জীবনযাপন এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্য তামাক জাত দ্রব্য পরিহার করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত