জন্মভূমি রিপোর্ট : দিঘলিয়া উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির মাসিক সভা আজ বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সুষ্ট ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য উপজেলা নিবার্হী অফিসার খান মাসুম বিল্লাহ সকলের সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হন আইন শৃঙ্খলা কমিটির প্রধান অতিথি খুলনা- ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি দেবানসু বিশ্বাস, অফিসার ইনচার্জ বাবুল আক্তার, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হায়দার আলী মোড়ল, সেনহাটি ইউপি চেয়ারম্যান গাজী জিয়া, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা মাহাবুব আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ফজলুল করিম , মৎস্য কর্মকর্তা মনজুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকছুদা খানম, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, কৃষি কর্মকর্তা কিশোর আহম্মেদ, উপজেলা সহকারী প্রোগ্রামার পুষ্পেন্দু দাস, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান, প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, নির্বাচন কর্মকর্তা হুমায়রা পারভীন, বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, সরকারি দিঘলিয়া এম এ মজিদ ডিগ্ৰী কলেজ এর প্রভাষক মোঃ নাছির হোসেন, সরকারি সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, দিঘলিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বসন্ত মল্লিক, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো: শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান তারেক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনসার আলী, আড়ংঘাটা থানার প্রতিনিধি কালিপদ ও খানজাহান আলী থানার প্রতিনিধি সুমঙ্গল বিভিন্ন দপ্তরের দপ্তরিক প্রধানগণ সামাজিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।