জন্মভূমি ডেস্ক : দিঘলিয়া উপজেলার লাখোয়াটি কামারগাতী সড়কে ভ্যান গাড়ির সংঘর্ষে জিয়া গাজী (৪০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছে । অপর ভ্যান গাড়ি চালকে আটক করা হয়েছে। আজ সোমবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে লাখোহাটি-কামারগাতি সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও নিহত ভ্যান চালকের পরিবার সূত্রে জানা যায়, দিঘলিয়া উপজেলার লাখোহাটি গাজী পাড়ার মৃতঃ আজিজ গাজীর পুত্র মোঃ জিয়া গাজী (৪০) নিজের ব্যাটারি চালিত ভ্যান চালিয়ে সকাল সাড়ে আটটার দিকে লাখোহাটি-কামারগাতি সড়কের আনসার শিকদারের বাড়ির সামনে এলে আরেকটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ভ্যান চালক জিয়া গাজী ছিটকে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আহত হন। এ সময় স্থানীয়রাআহত ভ্যান চালক জিয়াকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অফর চালক নাখয়টি গ্রামের শাহীন খানের পুত্র রিপন খানকে থানা হেফাজতে নেওয়া হয়। উভয় পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমঝোতায় রিপন খানকে ছেড়ে দেওয়া হয়।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার জানান, নিহতের পরিবার ও ভ্যান চালক ইউনিয়ন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষে মামলা না করায় মানবিক কারণে অপর ভ্যান চালকে ছেড়ে দেওয়া হয়েছে পারিবারিকভাবে লাশ দাফন করা হবে বলে জানিয়েছেন।