দিঘলিয়া প্রতিনিধি : খুলনার দিঘলিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ আাসামীকে গ্রেফতার করেছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
দিঘলিয়া থানা পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ এইচ এম শাহীনের নির্দেশনায় এস আই তারেক সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিভিন্ন এলাকা থেকে ২ সাজাপ্রাপ্ত আসামি, ১ ওয়ারেন্ট ও চাঁদাবাজীর আাসামী এবং ১ চাঁদাবাজীর সন্দিগ্ধ আসামীকে গ্রেফতার করেছে। আাসামীরা হলো দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের পানিগাতী গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র মোঃ আকরাম বিশ্বাস (৫০) ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি ও মোঃ মোন্তাজ মল্লিকের পুত্র মাহমুদুল হাসান মুন্না (৩৫) ১ বছর ৩ মাস ও নগদ ৫ হাজার টাকা অর্থ দন্ডের সাজাপ্রাপ্ত আসামী, সেনহাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কেসিআই ক্লাব এলাকার মোঃ মুরাদ হোসেনের পুত্র মোঃ শাহজালাল শান্ত (২৭) সেনহাটি শিববাড়ি মন্দীরের পিছন এলাকার মৃত সামাদ তালুকদারের পুত্র নূর মোহাম্মদ (২৫) চাঁদাবাজীর সন্দিগ্ধ আসামী।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন দৈনিক জন্মভূমি প্রতিনিধি কে বলেন, দিঘলিয়া থানা পুলিশ এ এলাকার মানুষের জান মালের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর।
দিঘলিয়ায় সাজাপ্রাপ্ত আসামি সহ গ্রেফতার ৪
Leave a comment