আলমগীর সভাপতি ও মাহতাব সাধারণ সম্পাদক
দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তৃতা করেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি এ্যাড. কাজী শাহানারা ইয়াসমিন। গাজীরহাট হাজী নৈমুদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদের সদস্য এ্যাড. মোঃ সাইদুর রহমান, জেলা সভাপতি শেখ মোঃ আবু হানিফ, সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ রেজা বাচা, গাজীরহাট ইউপি চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, বিষ্ণুপদ সরদার, জুলফিকার আলী, মোঃ সরোয়ার হোসেন গহন, মোঃ রেজাউল ইসলাম রাজা, মোঃ মঈনউদ্দিন মাসুদ রানা, এস.এম. আছাদুজ্জামান নূর, এইচ এম কামাল হোসেন, আবু সালেহ বাবু, মিজানুর রহমান মিজান, মোঃ আমিনুর রহমান, নাসির উদ্দীন, মোঃ আবু সাঈদ খান, সিরাজুল ইসলাম, রাজীব দাশ টাল্টু, মাকসুদুল আলম মামুন, শিশির বর, চৌধুরী শাহিদুল ইসলাম। শেখ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও খান মাহতাব হোসেনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধক ছিলেন দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল কালাম আজাদ। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এস এম আবুল বাসার। আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সৈয়দ সফিকুল ইসলাম, হামিম মোল্লা, চিত্তরঞ্জন রায়, সুমরেন্দ্রনাথ সাহাসহ স্থানীয় ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ দলীয় নেতা-কর্মী। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে শেখ আলমগীর হোসেনকে সভাপতি ও খান মাহতাব হোসেনকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য গাজীরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়।