দিঘলিয়া প্রতিনিধি : খুলনার দিঘলিয়া উপজেলায় ২০২৩-২০২৪ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয় হলদে পাখি সম্প্রসারণের লক্ষে উপজেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সকাল ১১ টার সময় উপজেলা একাডেমিক ভবনের দোতলায় অডিটরিয়ামে দিঘলিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার ও সভাপতি উপজেলা গার্ল গাইড মাকসুদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কামরুন্নাহার হাসিনা বানু, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আফরোজা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন এ অনুষ্ঠানটি বাস্তায়ন করেন। প্রধান অতিথি বলেন, আমরা আমাদের দায়িত্ব যথাযথ দায়িত্বের সাথে পালন করিনা। আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে আরো আন্তরিক হলে আমাদের কাঙ্খিত সুফল আরো ভালোভাবে পেতে পারতাম। তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কো কারিকলামের প্রতি আরো আন্তরিক হওয়ার অনুরোধ জানান।