খুলনান দিঘলিয়া উপজেলার উত্তর চন্দনীমহল (বোগদিয়া) এলাকায় এক অভিযান চালিয়ে দেশী অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার গোপন খবরের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে দিঘলিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উত্তর চন্দনীমহল (বোগদিয়া) এলাকার রাঙার কোয়ার্টারের মোড়ের জাফরের কাঠ গোলায় অভিযান চালিয়ে ৮০ পিচ রাম দা, দুই পিচ চাকু, ২০পিচ জিআই পাইপ একশ’ পিচ কোদালের আছাড় উদ্ধার করেছে।
এলাকাবাসী ধারণা, কোন মহল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এসব দেশী অস্ত্র ব্যবহার করে এলাকায় অবৈধ প্রভাব বিস্তারের জন্য এগুলো এনে রেখেছিল। তবে এব্যাপারে কেউ গ্রেফতার হয়নি। তবে এসকল দেশী অস্ত্র উদ্ধারের পর এলাকার চিহ্নিত সন্ত্রাসী চক্র পালিয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে।
এব্যাপারে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ চৌধুরী জানান, এখনো অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।