
দিঘলিয়া প্রতিনিধি : খুলনা জেলার দিঘলিয়া উপজেলায় এক হাজার মণ আমের লক্ষমাত্রা নিয়ে, বিভিন্ন প্রজাতির আমের বাম্পার ফলন। এড. শাহাদাত হোসেন খুলনা জেলা জজ কোর্টের একজন আইনজীবী, পারিবারিকভাবে তারা শিক্ষিত হলেও দেশকে স্ব-নির্ভর করতে কৃষি কাজে হাত লাগিয়েছেন পরিবারের সকল সদস্য, আম চাষের পাশাপাশি মাছ চাষ, ধান চাষ সহ-রকমারি তরি তরকারির চাষ ও করেন, আমের বাগানে গিয়ে দেখা যায়, বিভিন্ন প্রজাতির আম কর্মচারীরা গাছ থেকে সংগ্রহ করছে, হিমসাগর, নেংড়া, আম রূপালী, মল্লিকা এবং বৎসরের ১২ মাসের আম কাঠীমন আম।
কথা হয় আম বাগানের স্বত্বাধিকারী এড. শাহাদাত হোসেনের সঙ্গে। তিনি বলেন, আমি প্রায় ৪০ বৎসর পূর্বে থেকে ১৩ একর জমিতে ছোটবড় মিলিয়ে ১৪টি আমের বাগান করেছি, ২০২৩ সালে এক হাজার মন আমের রপ্তানি লক্ষ্যমাত্রা নিয়ে, ফরমালিন মুক্ত আম রপ্তানি করছেন ঢাকা, খুলনা জেলা সহ-বিভিন্ন বাজারে এ ছাড়াও আম বাগান থেকেও প্রতিদিন প্রচুর পরিমাণে আম ক্রয় করছেন সাধারণ মানুষ।