
দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়ায় গৃহবধূ (২৪)কে ধর্ষনের অভিযোগে লম্পট মিজানুর রহমান পিন্টু (৫২) নামে একজনকে গ্রেফতার করেছে দিঘলিয়া থান পুলিশ। গৃহবধূ নিজে বাদী হয়ে মামলার ৫ ঘন্টার মধ্যে শুক্রবার(২রা জানুয়ারী) রাত ৯টায় উপজেলার ব্রহ্মগাতি গ্রাম থেকে ধর্ষককে গ্রেফতার করেছে দিঘলিয়া থানা পুলিশ। ধর্ষক চন্দনীমহল গাজী পাড়ার মৃত বদিয়ার বিশ্বাসের পুত্র। দিঘলিয়া অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়,গত ৩০ ডিসেম্বর সকালে ধর্ষিতার স্বামী প্রতিমাসে ছয়শত টাকা লাভে দু হাজার টাকা সুদে ব্যবসায়ী মিজানুর রহমান পিন্টুর কাছ থেকে নেয়। একই দিন রাত সাড়ে ৭ টায় পলাশের (চন্দনীমহল গাজী পাড়ার আবুল গাজীর ভাড়াটিয়া) বাড়িতে যেয়ে ধর্ষক পিন্টু বলে আমার খুব মাথা ব্যাথা করছে একটু ঘুমাতে পারলে ভালো লাগতো। আমার স্বামী ঘরে ঘুমানোর জন্য জায়গা করে দেয় পিন্টু মামাকে। আমি তখন রান্না ঘরে রান্না করছিলাম। আমাদের ঘরে বিদুৎ না থাকায় আমার স্বামী প্রতিবেশী রমজানের বাড়ি মোবাইল চার্জ দিতে যায়। ঘরে আমাকে একা পেয়ে হঠাৎ পিন্টু পিছন থেকে এসে রান্না করা অবস্থায় জাপটে ধরে শোয়ার ঘরে নিয়ে যায়।কিছু বোঝা ওঠার আগেই আমার ইচ্ছার বিরুদ্বে জোর পূর্বক আমাকে ধর্ষন করে। আমার স্বামী ঘরের ভিতর প্রবেশ করলে পিন্টুকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়।আমার স্বামী আমাকে গালিগালাজ করতে থাকে তখন পিন্টু দৌড়ে পালিয়ে যায়। আমি মান সন্মানের ভয়ে চিৎকার করে লোক ডাকতে পারিনি।
দিঘলিয়া অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম দৈনিক জন্মভূমি প্রতিনিধিকে বলেন, গৃহবধূ বাদী হয়ে শুক্রবার বিকালে থানায় মামলা দায়ের করেন। শুক্রবার রাত ৯ টার দিকে ব্রহ্মগাতি গ্রাম থেকে গ্রেফতার করা হয়। আজ শনিবার গ্রেফতারকৃত আসামিকে আদালতের প্রেরণ করা হয়েছে।

