
দিঘলিয়া প্রতিনিধি : দিঘলিয়া উপজেলার সেনহাটি রেজার মোড় হাবিবুর রহমানের মুদি দোকানে গত মঙ্গলবার দিবাগত রাতে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের পাল্লা ভেঙ্গে আনুমানিক লক্ষাধিক টাকা সহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। দোকান মালিক হাবিবুর রহমান দৈনিক জন্মভূমি প্রতিনিধিকে বলেন, আমি সামান্য মুদি ব্যবসায়ী, চোরেরা আমার দোকানের সাবান, সরিষার তেল, সয়াবিন তেল, সিগারেট সহ নগদ খুচরো টাকা আনুমানিক এক লক্ষ টাকা নিয়ে গেছে। এ ব্যাপারে ভূক্তভোগী হাবিবুর রহমান দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।