বিজ্ঞপ্তি
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিভাগ, দিঘলিয়া উপজেলা, খুলনা এবং কেয়ার বাংলাদেশ এর কোভিড-১৯ ভ্যাকসিন ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোগে স্থাণীয় সরকার এবং শিক্ষা বিভাগের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষার্থীদের কেভিড-১৯ টিকার অনলাইন ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় দিঘলিয়ার সেনহাটি ইউনিয়নের আলহাজ্ব সারোয়ার খান (ডিগ্রি) কলেজের শিক্ষার্থীদের অনলাইন ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মমতাজ শিরিন ময়না, দিঘলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এর মেডিকেল অফিসার জনাব ডাঃ আহসান হাবিব, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুর রহমান, ভাইস প্রিন্সিপাল মোঃ আলতাফ হোসেন, দিঘলিয়া থানা প্রতিনিধি সঞ্জিত সাহা, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সৈয়দ মিজানুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন, কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ, স্বাস্থ্য পরিদর্শক-ইনচার্য এবং সাংবাদিকবৃন্দ। কেয়ার বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা সামশুন নাহার, ইউনিয়ন ফ্যাসিলিটেটর মোঃ আনিসুল করিম ও নিপা দে এবং ভলান্টিয়ার মোঃ আনোয়ার হোসেন, রাবেয়া খাতুন স্বর্ণালী ও রুকসানা লুবনা।
বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ৩৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া সম্পন্ন হয়েছে। উক্ত উপজেলার অধিকাংশ শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন না করে ভ্যাকসিন গ্রহন করেছে, যার ফলে, ছাত্র/ছাত্রীরা টিকার সনদ সংগ্রহ করতে পারছে না। শিক্ষার্থীদের যাতে সহজেই টিকার সনদ পেতে পারে তার লক্ষ্যে খুলনা জেলার সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ ও কেয়ার বাংলাদেশের স্বাস্থ্য ইউনিটের উপদেষ্টা এস এম রেজাউল ইসলামের পরামর্শে খুলনা জেলার শতভাগ ছাত্র/ছাত্রীদের অনলাইন ভ্যাকসিন নিবন্ধন সম্পূর্ণ করার লক্ষ্যে কোভিড-১৯ ভ্যাকসিন ইনিশিয়েটিভ প্রকল্পের উদ্যোগে সকল ছাত্র/ছাত্রীদের কেভিড-১৯ টিকার অনলাইন ভ্যাকসিন নিবন্ধনের ব্যবস্থা করা হয়। তারই ধারাবাহিকতায় দিঘলিয়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালনা করা হবে।
দিঘলিয়া শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার অনলাইন নিবন্ধন কার্যক্রম উদ্বোধন
Leave a comment