
শেখ মোহাম্মদ আলী, শরণখোলা : দুই দিন বন্ধ থাকার পরে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে পূর্ব সুন্দরবনে চালু হয়েছে মোবাইল কোম্পানি টেলিটকের নেটওয়ার্ক। এর আগে বুধরার রাতে হঠাৎ করে সুন্দরবনে মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। পূর্ব সুন্দরবনের দুবলার আলোরকোল ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার দিলীপ মজুমদার বলেন, সুন্দরবনে একমাত্র মোবাইল কোম্পানি টেলিটকের নেটওয়ার্ক বুধবার রাতে হঠাৎ করে বন্ধ হয়ে যায় এর ফলে দুর্ভোেেগ পড়েন হাজার-হাজার জেলে মতস্যজীবি। মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকায় ঘূর্ণিঝড় মিধিলায় আতংকিত জেলে ও তাদের পরিবার পরিজন খোঁজ খবর নিতে পারেনি। এ কারণে গত দুই দিন তারা উদ্বেগ উৎকন্ঠায় দিন পার করেছেন।
মোবাইল কোম্পানি টেলিটকের খুলনা বিভাগীয় অপারেশন ইনচার্জ মোঃ হুমায়ূন কবির বলেন, সুন্দরবনের কটকায় অবস্থিত টেলিটক টাওয়ারের জেনারেটরে গোলযোগের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। কটকার টাওয়ার দিয়ে দুবলা অঞ্চলের অন্য টাওয়ারের নেটওয়ার্ক চালু রাখা হয়। নেটওয়ার্ক বন্ধের খবর পেয়ে টেলিটকের কারিগরি টীম কটকায় রওয়ানা দিয়ে ঘূর্ণিঝড়ের কারণে নদীপথে আটকা পড়ে। শুক্রবার সন্ধ্যায় তারা কটকায় পৌঁছে টেলিটকের নেটওয়ার্ক স্বাভাবিক করেছেন।
কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টর সুরজিত চৌধুরী বলেন, শুক্রবার সন্ধ্যার পরে টেলিটকের নেটওয়ার্ক পুনরায় চালু করা হয়েছে।