ক্রীড়া প্রতিবেদক : সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়েই এবার বিশ্বকাপ খেলতে গিয়েছে বাংলাদেশ। তবে টাইগারদের সে স্বপ্ন খেয়েছে বিশাল এক ধাক্কা। টুর্নামেন্টে এখনো পর্যন্ত পাঁচ ম্যাচ খেললেও আফগানিস্তানের বিপক্ষে প্রথমটি ছাড়া বাকি চারটিতেই টানা হারের স্বাদ নিতে হয়েছে। ফলে কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে সেমিতে যাওয়ার স্বপ্ন। চার হারের পর জয়ে ফেরার লক্ষ্যে আজ আসরে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজের দল। দিনের দ্বিতীয় ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে টাইগারদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
টুর্নামেন্টে সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে আজ ডাচদের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আজ একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। নাসুম আহমেদ এবং হাসান মাহমুদের পরিব্ররতে আজ খেলবেন শেখ মাহেদী এবং তাসকিন আহমেদ।
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
নেদারল্যান্ডস একাদশ:
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিত সিং, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), বাস ডি লিডি, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, লোগান ফন বিক, শারিজ আহমেদ, আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন।