জন্মভূমি রিপোর্ট : ভারত-বাংলাদেশের চিত্রশিল্পীদের সমন্বয়ে ‘অল বেঙ্গল আর্ট সোসাইটি’র উদ্যোগে এবং খুলনার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিজয়’ ৭১’র ব্যবস্থাপনায় তিনদিন ব্যাপী “ইন্টারন্যাশনাল ছবি মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি আর্ট গ্যালারিতে এই ছবি মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের চেয়ারম্যান রকিব হাসান। সভাপত্বি করেন বিজয়’ ৭১’র সভাপতি আযম খান সরকারি কমার্স কলেজের সহযোগী অধ্যাপক তারক চাঁদ ঢালী। প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। বিশেষ অতিথি ছিলেন খুবির চারুকলা স্কুলের সহকারী অধ্যাপক ভাস্কর শেখ সাদী ভূইঁয়া, ভারত থেকে আগত ভাস্কর বিমান নাগ ও খুলনা জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহা ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, দুই বাংলার চিত্রশিল্পীদের সমন্বয়ে আজকে মিলন মেলার আয়োজন। চিত্রশিল্পীরা তাদের স্ব-স্ব দেশের ইতিহাস, ঐতিহ্য, ও প্রেম-প্রকৃতি তাদের তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন। এই মেলবন্ধন আমাদের দুই বাংলার বাঙালি সংস্কৃতিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।
আজ শুক্রবার অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বিকাল ৪টায় থাকবে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আর্ট গ্যালারিতে চিত্র প্রদর্শনী ও কর্মশালা এবং ২ সেপ্টেম্বর শনিবার সমাপনী দিনে থাকবে অলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।