
ক্রীড়া প্রতিবেদক : গত মার্চে সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর তাকে বিশ্রামের নামে বাদ দেওয়া হয়। তবে ফর্মের কারণে বাদ পড়েননি ৩৭ বছর বয়সী এ অলরাউন্ডার। কম স্ট্রাইকরেট এবং ধীরস্থিরতার জন্য তাকে বাদ দেওয়া হয়। কিন্তু এশিয়া কাপে ব্যর্থ অভিযান শেষে এবার তাকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ফেরানো হয়েছে। তাই নতুন করে আবার লড়াই শুরু হচ্ছে মাহমুদুল্লাহর। গতকাল কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই সুযোগটা পান তিনি।
আর মাত্র ১৪ রান করতে পারলেই দেশের চতুর্থ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের ৩ ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রান পূর্ণ হবে তার। ওয়ানডেতে দেশের চতুর্থ ব্যাটার হিসেবে ৫ হাজার রান পূর্ণ করারও সুযোগ তার সামনে। সেজন্য করতে হবে আর ৫০ রান।

