জন্মভূমি ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (১৭ জানুয়ারি) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে এদিন পুঁজিবাজারে মূলধন বেড়েছে। তবে লেনদেন কমেছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার চেয়ে কমার সংখ্যা বেশি ছিল।
অপর পুঁজিবাজারের চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে এদিন লেনদেনসহ মূলধন বেড়েছে।
দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্র জানা যায়, বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭৬০ কোটি ৮ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৮০০ কোটি ৮৪ লাখ টাকা। অপরদিক এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৮৮ হাজার ৪৪৯ কোটি ২৯ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ৮৮ হাজার ৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার।
ডিএসইর সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩৪৬ দশমিক ২০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৯ দশমিক শূন্য পাঁচ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৩৮ দশমিক ৮৩ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক সাত দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৯০ দশমিক ৪০ পয়েন্টে।
ডিএসইতে এদিনে লেনদেন হওয়া ৩৫৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৭১টির এবং কমেছে ৯৫টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ১৮৭টির। আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিকন ফার্মার শেয়ার। কোম্পানিটির ৪৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
সিএসইতে বুধবার ১৩ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৮২ হাজার ৭৩৪ কোটি ৪৭ লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ৮২ হাজার ৬ কোটি ৫৬ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪৪ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮২ দশমিক ৭৪ পয়েন্টে। সিএসই৫০ সূচক দুই দশমিক ৭৪ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৫ দশমিক ৪৫ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ২৬ দশমিক ৫৯ পয়েন্টে এবং সিএসআই সূচক পাঁচ দশমিক ৫২ পয়েন্ট বেড়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত