
শরণখোলা আঞ্চলিক অফিসঃপূর্ব সুন্দরবনের দুবলারচরে জেলেদের জন্য চারদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প বুধবার শেষ হয়েছে। চার দিনে তিন শতাধিক জেলে চিকিৎসা গ্রহণ করেছেন। সুন্দরবন বিভাগ এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। বনবিভাগ সূত্রে জানা যায়, বর্তমানে দুবলারচর অঞ্চলে শুটকি মৌসুম চলছে। ১০ সহস্রাধিক জেলে বঙ্গোপসাগরে মাছ ধরে মাছ শুটকি করার কাজে নিয়োজিত রয়েছেন।এ সকল জেলেদের অসুস্থতায় চিকিৎসার কোন সুব্যবস্থা নেই। এজন্য সুন্দরবন বিভাগ জেলেদের ফ্রী চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছেন। দুবলার আলোরকোল থেকে দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ মোবাইল ফোনে বুধবার বিকেলে বলেন, সুন্দরবন বিভাগের আয়োজনে চারদিন ব্যপী ফ্রি মেডিকেল ক্যাস্প বুধবার বিকেলে নারিকেলবাড়ীয়া চরে শেষ হয়েছে। ২৫ জানুয়ারী শেলারচরে মেডিকেল ক্যাম্পের কাজ শুরু হয়। ২৬ ও ২৭ জানুয়ারী দুবলার আলোরকোলে এবং সবশেষে ২৮ জানুয়ারী নারিকেলবাড়ীয়া চরে মেডিকেল ক্যাম্পে রোগী দেখা হয়। চারদিনে তিন শতাধিক জেলে চিকিৎসা সেবা নিয়েছেন। দুবলারচরের জেলেদের জন্য শুঁটকি মৌসুমে স্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপনের জন্য সরকারের কাছে দাবী জানান কামাল উদ্দিন আহমেদ। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরিফুল ইসলাম বলেন,দুবলার চারটি চরে অবস্থানরত জেলেদের চিকিৎসা সুবিধা দেয়ার জন্য সুন্দরবন বিভাগ চারটি চরে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে। মেডিকেল ক্যাম্পে রোগী দেখেছেন বনবিভাগের তালিকাভুক্ত মেডিকেল অফিসার ডাঃ তাহনুন রহমান। মেডিকেল ক্যাম্পে রোগীদের ফ্রি ব্যবস্থাপত্র ও কিছু প্রাথমিক চিকিৎসার ঔষধ রোগীদের দেওয়া হয়েছে বলে এসিএফ জানিয়েছেন।

