শরণখোলা আঞ্চলিক অফিস : পূর্ব সুন্দরবনের দুবলারচর এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে বুধবার বিকেলে মাছ ধরায় বনরক্ষীরা তিনটি ট্রলারসহ ১২ জেলেকে আটক করেছে। এ সময় ট্রলার ফেলে ৬ জেলে পালিয়ে যায়। বর্তমানে সুন্দরবনে মাছ ধরায় তিন মাসের নিষেধাজ্ঞা চলছে।
বনবিভাগ সূত্রে জানা যায়, বুধবার (৫ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শরণখোলা রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বনরক্ষীরা দুবলারচরের লইটাখালী ও রুপার গাং খালে অভিযান চালিয়ে জাল ফেলে মাছধরারত অবস্থায় ৩টি ট্রলারসহ ১২ জেলেকে আটক করে। এসময় ট্রলার ফেলে ৬ জেলে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায় বলে বনরক্ষীরা জানান। আটক জেলেদের বাড়ি বাগেরহাটের বগা ও খুলনার কয়রা এলাকায় বলে জানা গেছে। আটক ৩টি ট্রলারের মধ্যে দুইটির মালিক বগার হাফিজুল ও ওহাব বড়মিয়া বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি নির্ভরযোগ্য জেলে সূত্র জানিয়েছে।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান জানান, আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা রেকর্ড করা হয়েছে। বর্তমানে সুন্দরবনে মৎস্য আহরণ ও পর্যটক প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে রেঞ্জ কর্মকর্তা জানিয়েছেন।