শরণখোলা আঞ্চলিক অফিস : বঙ্গোপসাগরের দুবলারচরের আলোরকোলে জেনারেটরের বিদ্যুৎ স্পৃষ্টে এক জেলে মারা গেছে। নিহত জেলের লাশ বৃহস্পতিবার সকালে তার গ্রামের বাড়ীতে পাঠানো হয়েছে। বুধবার রাতে সে মারা যায়।
দুবলার আলোরকোল থেকে দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ বৃহস্পতিবার দুপুরে মোবাইল ফোনে বলেন, বুধবার রাতের কোন এক সময় আলোরকোলে জেনারেটরের বিদ্যুতের তারের সংস্পর্শে দিলীপ চন্দ্র (৪০) নামে এক জেলে মারা গেছে। বৃহস্পতিবার সকালে বিদ্যুতের তারের পাশে পড়ে থাকা তার মৃত লাশ দেখতে পায় জেলেরা। নিহত জেলে খুলনার পাইকগাছা উপজেলার খড়িয়া গ্রামের শৈলেন্দ্র নাথের পুত্র। জেলের লাশ বৃহস্পতিবার সকালে তার বাড়ীতে পাঠানো হয়েছে বলে দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি জানিয়েছেন।
জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান আলোরকোলে বিদ্যুত স্পৃষ্টে জেলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত জেলের লাশ দুবলা ফিসারমেন গ্রুপের ব্যবস্থাপনায় তার বাড়ীতে পাঠানো হয়েছে।
দুবলারচরে বিদ্যুৎ স্পৃষ্টে জেলের মৃত্যু

Leave a comment