
শেখ মোহাম্মদ আলী, শরণখোলা : শেষ হয়েছে দুবলারচরের তিনদিনব্যাপী রাস উৎসব। সোমবার (২৭ নভেম্বর) সকালে সাগরের প্রথম জোয়ারে পুণ্যার্থীরা গঙ্গা স্নান সেরে নিজ নিজ বাড়ির পথে রওনা হয়েছেন। এবারের উৎসবে প্রায় ১৫ হাজার পুণ্যার্থী অংশ নিয়েছে বলে জানা গেছে।
দুবলারচর রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি ও দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ সোমবার সকালে মোবাইল ফোনে বলেন,দুবলারচরের তিন দিনের রাস উৎসব সোমবার সকালে শেষ হয়েছে। সনাতন ধর্মের পূর্ণ্যার্থীরা সোমবার প্রত্যুষে আলোরকোলে সাগরের প্রথম জোয়ারে গঙ্গা পূজা ও পূর্ণ স্নান করেন। স্নান সেরেই পুণ্যার্থীরা নিজ নিজ বাড়ির পথে রওনা দিয়েছেন। এর আগে রবিবার রাতে রাস পূর্ণিমা উপলক্ষে পুণ্যার্থীরা আলোরকোলের অস্থায়ী মন্দিরে রাধা কৃষ্ণের পূজা অর্চণা করেন । এবারের রাস উৎসবে দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ১৫ হাজার পণ্যার্থী অংশগ্রহণ করেন বলে কামাল উদ্দিন জানিয়েছেন।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, দুবলার রাস উৎসবে পূণ্যার্থীদের নিরাপত্তার জন্য বন বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।