শরণখোলা আঞ্চলিক অফিস : দুবলারচরে শুঁটকি মৌসুম শুরুর প্রথম দিনেই শনিবার বিকেলে বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের একটি ভোলা মাছ। আলোরকোলের আড়তে মাছটি সাড়ে ৬ লাখ টাকায় বিক্রি হয়েছে। দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি মোঃ কামাল উদ্দিন আহমেদ দুবলার মেহেরআলী থেকে মোবাইল ফোনে বলেন, আলোরকোলের জেলে রামপালের হাবিবুর রহমান শনিবার দুপুরে মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে জাল ফেলে। তার জালে ৩২ কেজি ওজনের একটি পোঁয়া (ভোলা) মাছ ধরা পড়ে। এ দিন সন্ধ্যায় মাছটি আলোরকোলের মাছের আড়তে নিয়ে আসা হয়। পরে নিলাম ডাকের মাধ্যমে মোংলা উপজেলার মাছ ব্যবসায়ী আলামিন ৬ লাখ ৪৬ হাজার টাকায় ভোলা মাছ টি কিনে নিয়ে যায়।
নামপ্রকাশে অনিচ্ছুক দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির একজন কর্মকর্তা বলেন, বিদেশে ভোলা মাছের ফুসফুসের ব্যপক চাহিদা রয়েছে। এই মাছের ফুসফুস দিয়ে নাকি ক্যান্সারের ঔষধ তৈরি করা হয় যে কারণে ভোলা মাছ উচ্চ মূল্যে বিক্রি হয়ে থাকে।