
যশোর অফিস :
দুবাইয়ে পাচারের শিকার রুবে’ল হোসেন ও জাহিদুল ইসলাম নামে দুই যুবককে দেশে ফিরিয়ে আনার আহবান জানানো হয়েছে। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে বেসরকারি সংগঠন রাইটস যশোর এবং পাচারের শিকার যুবকদের স্বজনরা এ আহবান জানান। লিখিত বক্তব্যে সংবাদ সম্মেলনে বলা হয়, ঝিনাইদহের কোর্টচাঁদপুর উপজেলার তালশার গ্রামের মোবারক হোসেন নামে এক দালাল দুইমাস আগে উল্লিখিত দুই যুবককে ভালো বেতনে চাকরির লোভ দেখিয়ে দুবাইতে পাঠান। এদের কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা করে নেওয়া হয়। এরমধ্যে রুবেলকে শপিং মলের ম্যানেজার পদে ৫০ হাজার ও জাহিদুলকে ওয়েল্ডিং কারখানায় ৬০ হাজার টাকা ওবেতনে চাকরির প্রলোভন দেখানো হয়। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, তাদের ওই কাজ দেয়া হয়নি। তাদের বেতনও পাচ্ছেন না। তাদের দুবাইয়ের কোন এক যায়গায় আটকে রেখে প্রত্যেকের কাছ থেকে দুইলাখ টাকা করে দাবি করা হয়েছে। অভিযোগ করা হচ্ছে ওই দুই যুকককে ঠিকমতো খাবার এবং চিকিৎসা করার ব্যবস্থা করা হচ্ছে না । বরং দাবিকৃত টাকা দিতে না পারায় তাদের শারীরীক ও মানসিক নির্যাতন করা হচ্ছে।
রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয়কৃষ্ণ মল্লিক বলেন, গত ১৫ মে ওই দুই যুবক গোপনে আমাকে এঘটনা জানান। তিনি জানান বাংলাদেশের রিক্রটিং এজেন্ট মেসার্স এয়ার চ্যানেল ইন্টারন্যাশনাল (ওমরা হজ্¦ লাইসেন্স নাম্বার ৫০২) ওই দুই যুবকে পাঠায় বলে তথ্য পাওয়া গেছে। রাইটস যশোর ইতিমধ্যে বাংলাদেশ মিশন দুবাই কনসুলার জেনারেল, বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রবাসি কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বিএমইটি’র ডিজি, পুলিশের আইজিপি, দুবাইয়ে বাংলাদেশ মিশন, ঝিনাইদহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন, রুবেলের বাবা শফিকুল ইসলাম ও জাহিদুলের খালু ইউসুফ আলী উপস্থিত ছিলেন।