
ফুলতলা প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ফুলতলা উপজেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী কমিটির বিশেষ সভা গত সোমবার দুপুর ১২টায় ফুলতলা থানায় অনুষ্ঠিত হয়। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) আসিফ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌর হরি দাস, এস মৃনাল হাজরা, এস এম মোস্তাফিজুর রহমান, এস রবিন বসু, শফিকুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান, মোঃ মুজাহিদুল ইসলাম, ডা. সরোজ কুমার সুর, মনীন্দ্রনাথ মন্ডল, বিশ্বনাথ মন্ডল, বিকাশ চন্দ্র রায়, রনজিৎ বসু, সুব্রত রায়সহ ৩৪টি মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ। সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজায় সকল মন্দিরে পুলিশ, আনসার, ভলানটিয়ার ও সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও ঝুঁকিপূর্ণ মন্দিরসমূহে অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েন করা হবে বলে জানানো হয়।