
তথ্যবিবরণী : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে নগরভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ও খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক মোঃ হেলাল মাহমুদ শরীফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি নগরীর ৭১টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে ছয় লাখ ৩৫ হাজার টাকার অনুদানের অর্থ তুলে দেন।
অনুষ্ঠানে কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, সচিব সানজিদা বেগম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত