সাতক্ষীরা প্রতিনিধি : সিনেমা হলে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি দেখলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় তার সঙ্গে জেলার বিভিন্ন পর্যায়ের দেড় শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বুধবার রাতে শহরের সংগীতা সিনেমা হলে গিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা নিয়ে উপভোগ করেন জেলা প্রশাসক।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, আরডিসি, এসিল্যান্ড, জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তা, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, এসিল্যান্ড অফিস ও ইউনিয়ন ভূমি অফিসের দেড় শতাধিক কর্মকর্তা-কর্মচারী মিলে উপভোগ করেন এ সিনেমাটি। সাধারণ দর্শনার্থীদের জন্যও হল উন্মুক্ত রাখা হয়।
এ সময় জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির বলেন, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি মূলত তরুণদের দেখা উচিত। বিশেষ করে নতুন প্রজন্ম, যারা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প শুনেছে। জাতির পিতা বঙ্গবন্ধু সংগ্রামের জীবন, সপরিবারে হত্যাসহ বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এ সিনেমায়। সিনেমাটি দেখলে শিশু, কিশোর ও তরুণ সমাজ বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হলে এ সিনেমাটি সবার দেখা প্রয়োজন। শিশু থেকে শুরু করে সব বয়সি মানুষ যেন এ সিনেমাটি দেখেন, সেই আহবান জানাচ্ছি। মুক্তিযুদ্ধের ইতিহাস খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে এ সিনেমায়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত