
দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। গত সোমবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী পারুলিয়া খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পারুলিয়া খাদ্য গুদামের ওসিএলএসডি কৃপাসিন্ধুর সার্বিক ব্যবস্থাপনায় এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, চেয়ারম্যান গোলাম ফারুক বাবু প্রমুখ। এছাড়াও পারুলিয়ার প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরা, ইউপি সদস্য রবিউল ইসলাম, ইউপি সদস্য নওয়াব আলী, মিল মালিক মায়েন হোসেন, আলতাফ হোসেন, শফিকুল ইসলামসহ প্রান্তিক কৃষকেরা উপস্থিত ছিলেন। চলতি মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে দেবহাটা উপজেলার অভ্যন্তরে ৪৭৬ মেট্রিক টন ধান ও ৫০১ মেট্রিক টন চাল সরকারিভাবে সংগ্রহ করা হবে। এক্ষেত্রে কার্ডধারী কৃষকদের অবশ্যই ‘কৃষকের অ্যাপ’র মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।