দেবহাটা প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনা সফরকে সফল করতে দেবহাটায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকাল ৪টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।
সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আছাদুল হক, উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, শেখ ফারুক হোসেন রতন, আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, আরশাদ আলী, মনিরুল ইসলাম মনি, আসাদুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সাইফুল ইসলাম, সরদার মো. আমজাদ হোসেন, আব্দুল হান্নান, মাহমুদুল হক লাভলু, রুহুল কুদ্দুস, আবু বকর গাজীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনা সফরকে সফল করতে গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।