দেবহাটা প্রতিনিধি : অভিযান চালিয়ে মোনাজাত গাজী (৩৫) নামের নিয়মিত মামলার এক আসামীকে গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ। সে সখিপুরের আজিবর গাজীর ছেলে। শনিবার ভোররাতে দেবহাটা থানার সাব ইন্সপেক্টর সেলিম রেজাসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, পারিবারিক গোলযোগের জেরে মারপিটের ঘটনায় শুক্রবার মোনাজাত গাজীর বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা (নং-০৬) দায়ের হলে শনিবার ভোররাতে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোনাজাত গাজীকে বিচারার্থে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত