দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে আসাদুজ্জামান (৪০) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলা আজিজপুর গ্রামের আবুল কালামের ছেলে। বুধবার বেলা পৌনে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার এসআই শোভন দাশ ও এএসআই শামীম হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা টাউনশ্রীপুরের আবু বকর মিস্ত্রির বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ সময় তার দেহ তল্লাশী করে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পরবর্তী জব্দ করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী আসাদুজ্জামানকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত