দেবহাট প্রতিনিধি : দেবহাটায় কিশোরী ও ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক স্কুল ভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে উপজেলার নওয়াপাড়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত ক্যাম্পেইন মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট অফিসার তানজিমা আক্তার।
আরও উপস্থিত ছিলেন নওয়াপাড়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক এনামুল হক, সুশীল সমাজ সংগঠনের সদস্য শওকত ওসমান প্রমুখ।
বক্তারা বলেন, কিশোরীরা তাদের শারীরিক সুস্থতা নিশ্চিত করবে পুষ্টিকর খাবারের মাধ্যমে। কিভাবে কিশোরীরা মানসিক এবং শারীরিক দিক থেকে সুষ্ঠুভাবে বিকাশ সম্পন্ন করবে সেই বিষয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। এছাড়াও আরো আলোচনা করা হয় ঋতুকালীন সময়ে কিভাবে পিতা মাতা তাদের কিশোরী সন্তানের প্রতি যত্নবান হবেন। জ্ঞান অর্জনের মাধ্যমে কিশোরীরা নিজেদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করবে।