দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরা-৩ (দেবহাটা, আশাশুনি ও কালীগঞ্জ আংশিক) আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হকের পক্ষে দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের নেতৃত্বে ব্যপক প্রচারাভিযান অব্যাহত রয়েছে। শনিবার দেবহাটা উপজেলার সখিপুর মোড়, চাঁদপুর মোড়, গাজীরহাট বাজারে প্রচারাভিযানের অংশ হিসেবে ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় ও ডা. রুহুল হক এমপির পক্ষে নৌকা প্রতিকের লিফলেট বিতরণ করেন তিনি।
বিগত সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র জনসম্মুখে তুলে ধরে প্রচারাভিযানে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতিকে ভোট দিয়ে জেলার উন্নয়নের রূপকার অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপিকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করতে সকলের প্রতি আহবান জানানো হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত