
দেবহাটা প্রতিনিধি : পৃথক অভিযান চালিয়ে নিয়মিত মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে দেবহাটা থানা পুলিশ। গত রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পারুলিয়া গড়িয়াডাঙ্গা গ্রামের শ্রী রামপদ দাসের ছেলে শেখর দাস (৫০), নুনেখোলা গ্রামের ইদ্রিস মৃধার ছেলে রাসেল মৃধা (২৩) এবং একই গ্রামের শামসুর মোড়লের ছেলে মোস্তাফিজুর রহমান (২৪)। দেবহাটা থানার এসআই গিয়াস উদ্দীনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতার পরবর্তী বিচারার্থে এসকল আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি বাবুল আক্তার।