
দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের উপস্থিতিতে কমিউনিটি থেকে অপুষ্টি দূর করার সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা সভা ও কর্মপরিকল্পনা প্রণয়ন অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার ওয়ার্ল্ড ভিশন অর্থায়নে এবং সুশীলনের বাস্তবায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান। মূল আলোচনা রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, মীর খায়রুল আলম, মাহমুদুল হাসান শাওন, ডাঃ তহিদুজ্জামান, অধীর কুমার গাইন, নাসরিন জাহান, মদন মোহন পাল, টিপু সুলতান, মিজানুর রহমান, তানজিমা আক্তারসহ কমিটির সদস্যগন।
এ সময় সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিশুর অপুষ্টি দূরীকরণ করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়া শিশুদের মায়েদের সচেতন করার পাশাপাশি শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও নিয়মিত পুষ্টিকর খাবার প্রদান করার পরামর্শ প্রদান করেন বক্তরা। এছাড়া ওয়ার্ল্ড ভিশন ও সুশীলনের আওতায় উপজেলার ৪টি ইউনিয়নে প্রায় ৫ হাজার শিশুর পরিবারকে বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে। যার মাধ্যমে শিশুর পুষ্টিগুন নিশ্চিত করার পাশাপাশি উক্ত পরিবারগুলো বিভিন্ন আয়বর্ধনমূলক সেবা পেয়ে তাদের স্বচ্ছলতা ফিরছে।