
সাতক্ষীরা প্রতিনিধি: গ্রামীণ রাস্তায় ১৫ মিটার পর্যন্ত সেতু-কালভার্ট নির্মান প্রকল্পের আওতায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনয়নের কলকাতা খালের উপর ব্রীজের নির্মান কাজ শুরু হয়েছে।
গতকাল দেবহাটার দত্তডাঙ্গা গ্রামে এ ব্রীজ নির্মান কাজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রনালয় ১ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে এ ব্রীজ নির্মান কাজ বাস্তবায়ন করছে।